• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩১ রাত ০১:০৪:০১ (11-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩১ রাত ০১:০৪:০১ (11-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাইকগাছার পৌর সদরে দুটি পরিবারের ৮ টি ঘর পুড়ে ভস্মীভূত

১০ মার্চ ২০২৫ রাত ০৯:২১:৪৫

পাইকগাছার পৌর সদরে দুটি পরিবারের ৮ টি ঘর পুড়ে ভস্মীভূত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায়  দুটি পরিবারের ৮টি ঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।  এ ঘটনায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন।

১০ মার্চ সোমবার সন্ধ্যয় ইফতারের পূর্বে এ ঘটনা ঘটে।

এসময় ভাড়াটিয়া চৈতন্যের ছেলে চয়ন ঘরের ভিতর আটকে পড়া তার ঠাকুরমাকে উদ্ধার করতে যেয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সিরাজুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা।

চৈতন্য মন্ডল ও কবির হোসেনের দুইটি পরিবারের ৮টি ঘরের মধ্যে ৮টি ঘড় ভস্মীভূত হয়েছে। ঘরবাড়ি ছাড়াও আশপাশের অনেক গুলো গাছপালা পুড়ে গেছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এছাড়া আংশিক পুড়ে গেছে শহিদুল ইসলাম ও পুলিশ কনস্টেবল শাহনাজের ভাড়া বাড়ির জানালা দরজা।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম ও থানা অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ