• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ সকাল ০৭:৪৬:০৫ (12-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ সকাল ০৭:৪৬:০৫ (12-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জে সমন্বয়ক পরিচয়ে ট্রাফিক পুলিশের উপর হামলা

১১ মার্চ ২০২৫ দুপুর ১২:২৬:২৮

নারায়ণগঞ্জে সমন্বয়ক পরিচয়ে ট্রাফিক পুলিশের উপর হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ ফতুল্লা থানার ডাকবাংলা সংলগ্ন ক্রসিং ইসদাইর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক  সমন্বয়ক দাবিদারের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

৯ মার্চ রোববার দুপুরে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত গৌরব দেবনাথ হিমেল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিম সূত্রে জানা যায়, গৌরব দেবনাথ হিমেল মোটরসাইকেল নিয়ে উক্ত এলাকা দিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল নিজে থেকেই থেমে যায়। এসময় তিনি ট্রাফিক ডিউটিতে থাকা কনস্টেবল শাহীনকে উদ্দেশ্য করে বলেন, ‘তুই এভাবে ডিউটি করছিস কেন?’ উত্তরে কনস্টেবল শাহীন বলেন, ‘আপনি কি বলছেন আমি বুঝিনি।’ এরপর গৌরব পুনরায় কনস্টেবল শাহীনকে বলেন, ‘তুই মাথায় ক্যাপ, মুখে মাস্ক এবং চোখে চশমা পরে ডিউটি করছিস কেন? তুই কি জেএমবির সদস্য? তুই কি আসল পুলিশ কিনা আমার সন্দেহ আছে।’

এসময় কনস্টেবল শাহীন জবাব দেন, "আমি পোশাক পরা পুলিশ ডিউটি করিতেছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? আর আপনি কে, আপনি আমাকে এই সব কথা কেন বলছেন?" এরপর গৌরব দেবনাথ হিমেল নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলে দাবি করেন এবং কনস্টেবল শাহীনের শার্টের কলার চেপে ধরে মারার চেষ্টা করেন।

এসময় আশেপাশের লোকজন, ডিউটিতে থাকা আরও তিন পুলিশ সদস্য এবং এক নারী পথচারী ঘটনাস্থলে হস্তক্ষেপ করে গৌরব দেবনাথ হিমেলকে আটক করেন। পরে তাকে সার্জেন্ট মো. সালমানের কাছে হস্তান্তর করা হয়। সার্জেন্ট সালমান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে ফতুল্লা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। ইসদাইর এলাকায় টহল পার্টির ইনচার্জ এএসআই মো. জাহাঙ্গীর আলম তাকে বুঝিয়ে থানায় নিয়ে আসেন। 

প্রত্যক্ষদর্শী মোছা. সাফা বলেন, ‘পুলিশ আমাদের নিরাপত্তা দিচ্ছে, তাদের সাথে এমন আচরণ করা উচিত নয়। আইন নিজের হাতে নেওয়ার কোনো সুযোগ নেই।’

এ বিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘গৌরব দেবনাথ হিমেলের বিরুদ্ধে পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ