• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ সকাল ০৯:৪৫:২৭ (12-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ সকাল ০৯:৪৫:২৭ (12-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লা দাউদকান্দিতে ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

১১ মার্চ ২০২৫ বিকাল ০৩:০২:৫৬

কুমিল্লা দাউদকান্দিতে ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে আন্ত.জেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি দেশীয় পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

১০ মার্চ সোমবার সন্ধ্যায় দাউদকান্দির বিশ্বরোড এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের ডাকাতি প্রতিরোধ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন দাউদকান্দি উপজেলার দাউদকান্দি উত্তর চরচারুয়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মো.মামুন (৩৭) ও চট্টগ্রামের ডবলমুড়িং থানার মৃত আলী আকবরের ছেলে মো. আরিফ (৩১)।

মঙ্গলবার (১১ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় মামুন দাউদকান্দির মোহন পাম্প এলাকায় অবস্থান করছে। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।  জিজ্ঞাসাবাদে মামুন জানায়, তার বাড়ির বারান্দায় একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলিসহ, একটি দেশীয় পাইপগান ও দুটি কার্তুজ গুলি রয়েছে।

পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে। মামুনের স্বীকারোক্তি অনুযায়ী, পরে গৌরীপুর বাজার থেকে তার মো. আরিফ (৩১)-কে গ্রেফতার করা হয়। আরিফের ভাড়া বাসা থেকে আরও একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়। গ্রেফতারদের মধ্যে মামুনের বিরুদ্ধে দাউদকান্দি থানায় ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ চারটি মামলা রয়েছে। সে রোড ডাকাতি দলের সক্রিয় সদস্য, আরিফ নৌযান ডাকাতির সঙ্গে জড়িত ছিল।

নাজির আহমেদ খান বলেন, উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে এই দল একাধিক ডাকাতি ও সহিংস অপরাধের সঙ্গে জড়িত ছিল। জেলায় আমরা ১০ টি টিম সমন্বয় করে কাজ করছি। অপরাধ দমনে আমরা সর্বোচ্চ কাজ করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ