নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে জামায়াতের সৌজন্যে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার উপজেলা জামায়াতের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল হয়।
প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মো. মমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না। জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা, জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রকৌশলী বাকির আহমেদ, নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি রুহুল আমিন, আড়াইহাজারের সাবেক আমির মোতাহার হোসেন, আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম, উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মজিবুর রহমান, রশিদ আহমেদ হাজারী, রফিকুল ইসলাম রানা, সফুর উদ্দিন প্রভাত, শাহজাহান কবির, মো: বাদল আহমেদ, আল আমিন ভুইয়া, মো. জিয়াউর রহমান, মোস্তফা কামাল, মো. শাহজাহান সিরাজ, মনিরুজ্জামান সরকার, জাকির হোসেন, হাবিবুর রহমান হাবিব, নজরুল ইসলাম, ছাইদুল হাসান, মো. শরিফ ভুইয়া, জিহাদ মিয়া ও সোহান মিয়া । ইফতার শেষ আয়োজকরা দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করেন। পরে জামায়াত ইসলামীর পক্ষ থেকে সাংবাদিকের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়।
প্রধান অতিথি মমিনুল হক বলেন, আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই। যদি সকলের দোয়ায় জামায়াতে ইসলামী ক্ষমতায় যায়। তবে সাংবাদিকরা শান্তিপ্রিয় ভাবে কাজ করতে পারবে। তিনি বলেন, কোরআনের আইন চালু না হওয়া পর্যন্ত দেশে শান্তি আসবে না। জামায়াতে ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসলে সাংবাদিকগণ স্বাধীনভাবে কাজ করার পথ সুগম হবে, মিডিয়ার ওপর কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available