• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ দুপুর ০১:১৩:৫৬ (12-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ দুপুর ০১:১৩:৫৬ (12-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাধবপুরে এশিয়ান টিভির প্রতিনিধিকে হেনস্তা, প্রেসক্লাব ভেঙে ফেলার হুমকি

১১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:০৪

মাধবপুরে এশিয়ান টিভির প্রতিনিধিকে হেনস্তা, প্রেসক্লাব ভেঙে ফেলার হুমকি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও মাধবপুরে এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয় কে হত্যাসহ তার নেতৃত্বে গঠিত মাধবপুর মডেল প্রেসক্লাব কে ভেঙে ফেলার হুমকি প্রদানের খবর পাওয়া গেছে।

জানা যায় ১০ মার্চ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আইডি থেকে এ সংক্রান্ত পোস্ট নেটিজেনদের নজর কাড়ে।

অন্যদিকে এশিয়ান টিভির সাংবাদিক আজিজুর রহমান জয় থানায় হাজির হয়ে এ মর্মে হুমকিদাতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করার প্রমাণ পাওয়া গেছে।

জানতে চাইলে আজিজুর রহমান জয় প্রতিবেদককে বলেন জুলহাস উদ্দিন রিংকু নামক একজন কথিত বিএনপির কর্মী যে নাকি পতিত সরকারের আমলে ছাত্রলীগের ছায়াতলে থেকে ছাত্রলীগ পরিচয়ে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করত। সে গত দুই মাস আগে মাধবপুর ফুটবল স্টেডিয়ামে একটি লাইভ করতে গেলে আমাকে শারীরিকভাবে হেনস্তা করে। আজ দুপুর ১:৩০ মিনিটে ছাত্র জনতার কর্তৃক মাধবপুর উপজেলার সামনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিয়ে বাসায় ফেরার পথে আবারো প্রাণ মাসের হুমকি প্রদান করে।

সরকার পতনের সাথে সাথে দল পরিবর্তন করে বি এন পি পরিচয়ে এখন মাধবপুর চষে বেড়াচ্ছে এবং বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট ও দিয়ে যাচ্ছে।

সেই কথিত নেতা জুলহাস উদ্দিন রিংকু আজিজুর রহমান জয় সহ তার স্ত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার কে প্রকাশ্যে হত্যা সহ প্রেসক্লাব ভেঙে ফেলার হুমকি দিয়েছে। তাই জীবনের নিরাপত্তা চেয়ে তিনি থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করেছেন।
এ ব্যাপারে জানতে জুলহাস উদ্দিন রিংকুর মোবাইলে বার বার কল করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

জানতে চাইলে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন প্রতিবেদককে বলেন, সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত হয়েছে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ