• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ বিকাল ০৫:১৮:০৩ (12-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ বিকাল ০৫:১৮:০৩ (12-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর পরাধীনতার শিকলে আবদ্ধ ছিল: শরিফ উদ্দিন জুয়েল

১২ মার্চ ২০২৫ সকাল ১০:৪০:৪৩

বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর পরাধীনতার শিকলে আবদ্ধ ছিল: শরিফ উদ্দিন জুয়েল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, দীর্ঘ ১৭টি বছর ফ্যাসিস্ট হাসিনা মসনদে বসে বাংলাদেশের মানুষের অধিকারকে ক্ষুন্ন করেছিল। গণতন্ত্র ও বাকস্বাধীনতা হরণ করেছিল। পরাধীনতার শিকলে আবদ্ধ করেছিল। গত ৫ আগস্ট আমরা সেই শিকল ভেঙ্গে মুক্ত হতে পেরেছি। এদেশে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। বাংলাদেশের মানুষ আর কোন ফ্যাসিস্ট দেখতে চায় না।

১১ মার্চ মঙ্গলবার বিকাল ৫টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া হাবলু চত্বরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ইফতার, দোয়া মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব আলতাফ হোসেনের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. নুরুজ্জামান হাবলা মোল্লা, বিশেষ অতিথি ছিলেন ঢাকা সিটি ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তারিক আল মামুন জাপান, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রমজান আলী, ভেড়ামার উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শাহজাহান আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান সজল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান পালাশ, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আব্দুল মাজেদ, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, জেলা কৃষকদলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

এসময় প্রধান বক্তা শহীদ সরকার মঙ্গল বলেন, বিএনপির জন্ম লগ্ন থেকে সাথে আছি, বাংলাদেশের সাধারণ জনগণ সাথে আছে। দৌলতপুরে বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি, লুটপাট, ভাঙচুর করে আমরা তাদের এক সাথে প্রতিহত করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শেষ হলো নারী উদ্যোক্তাদের মিলনমেলা
১২ মার্চ ২০২৫ বিকাল ০৪:৩৬:৪২