কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে পুলিশকে মারধর করে আসিফ (২৫) নামে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই পীযুষ সরকার ও কনস্টেবল রাজিব সিকদার আহত হয়েছেন। আহতরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সোমবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বেগুনবাড়ী জমিদার সিটি এলাকার কালু বেপারীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ মার্চ সোমবার রাত সাড়ে ১১টার দিকে বেগুনবাড়ী এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই পীযূষ সরকার দুইজন কনস্টেবল নিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আসিফকে গ্রেফতার করে। এসময় আসিফের ছোট ভাই মারুফ এসে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে ওয়ারেন্টের কাগজ দেখতে চায়। পুলিশ ওয়ারেন্টের কাগজ বের করে দেখাতে গেলে মারুফ পুলিশের হাত থেকে ওয়ারেন্টের কাগজ নিয়ে ছিঁড়ে ফেলে এবং ফোনে বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনসহ ২০/২৫ জন লোকজন জড়ো করে।
হাতকড়া অবস্থায় আসামি আসিফকে ছিনিয়ে নেয় এবং পুলিশকে মারধরে আহত করে। এ ঘটনা এসআই পীযুষ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার মিটফোর্ড হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকা থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি আসিফ ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে মারুফসহ ৫ জনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ছিনিয়ে নেয়া আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
তবে তিনি সমন্বয়ক পরিচয়ে ছিনিয়ে নেয়া হয়েছে বিষয়টি অস্বীকার করে বলেন, আসামির আত্মীয়-স্বজনরা পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নিয়েছে, তবে সেখানে সমন্বয়ক পরিচয় ব্যবহার করা হয়েছে কিনা বিষয়টি অবগত নয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available