গাজীপুর প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে গাজীপুরে বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা।
১২ মার্চ বুধবার সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করে। পরে তারা মহাসড়ক অবরোধ শুরু করে। ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় এতে দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। তারা পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) বাচ্চা অসুস্থ থাকায় ১১ মার্চ মঙ্গলবার রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমান কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানার থেকে দেওয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে তিনি বাড়ি চলে যান। বুধবার কারখানায় আসার পথে ৫টা ৪০ মিনিটে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। পরে কারখানা কর্তৃপক্ষ মরদেহের বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য দিয়ে নিহত শ্রমিক তাদের কারখানার না বলে দাবি করেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়লে তারা ক্ষুব্ধ হন। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।
এ ছাড়া ডিউটি টাইম সকাল ৬টা থেকে পরিবর্তন করে ৭টা পর্যন্ত করা এবং বিকেল ৫টার মধ্যে ছুটি দেওয়া ও ইফতারের পর কোনো ডিউটি না করা, ঈদে ১০দিন ছুটি, চলতি মাসের ২০ তারিখের মধ্যে ঈদ বোনাস পরিশোধ করাসহ অতিদ্রুত পর্যাপ্ত পরিমাণ ফেস পাঞ্চ মেশিন বাড়ানোর ব্যবস্থার দাবি জানান তারা।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ্ আহমেদ বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে তাদের সঙ্গে কথা হচ্ছে। দ্রুত সময়ে সমস্যা সমাধানে উদ্যাগ নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available