• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৫:০৮ (12-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৫:০৮ (12-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঠাকুরগাঁওয়ে ইটভাটায় অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন

১২ মার্চ ২০২৫ দুপুর ১২:১১:০০

ঠাকুরগাঁওয়ে ইটভাটায় অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা, ভাংচুর বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

১১ মার্চ মঙ্গলবার জেলা কালেক্টরেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

বাংলাদেশ ইট প্রস্তুকারী মালিক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় সমিতি ঘোষিত কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. মুরাদ হোসেন, সদস্য সচিব মো. হুমায়ুন কবির, ইটভাটা মালিক মো. লাভলু, জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলায় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ৩৫/৪০ বছর যাবৎ ইটভাটা ব্যবসা পরিচালনা করা হচ্ছে।  রাস্তাঘাট, ঘরবাড়িসহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে ইটভাটাগুলো। দেশের উন্নয়নের স্বার্থে সমতা রেখে ইটভাটার মালিকগণ বায়ু দূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজ্যাগ ভাটা স্থাপন করেছে। জ্বালানী সাশ্রয়, টেকসই ও পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার করে আমাদের ইটভাটাগুলো উপমহাদেশে বেশ পরিচিতি পেয়েছে। তাই সারাদেশে একই সাথে ঠাকুরগাঁও জেলার ইটভাটাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও ভাংচুর বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শেষ হলো নারী উদ্যোক্তাদের মিলনমেলা
১২ মার্চ ২০২৫ বিকাল ০৪:৩৬:৪২