• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:৩২ (12-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:৩৩ (12-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে লাঠি মিছিল

১২ মার্চ ২০২৫ দুপুর ১২:১৫:৪৮

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে লাঠি মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি: সারাদেশে নারীর প্রতি সহিংসতা, খুন, ধর্ষণ, নিপীড়ন রুখতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণকাণ্ডের বিচার নিস্পত্তি করতে ঠাকুরগাঁওয়ে লাঠি মিছিল করেছে শিক্ষার্থীরা।

১১ মার্চ দুপুরে ঠাকুরগাঁও রিভারভিউ চত্বর থেকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে এ লাঠি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার ওই জায়গাতেই এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, প্রতিদিন খবরের কাগজ খুললেই ধর্ষণের ঘটনা চোখে পড়ে। কিন্তু আমরা কি দেখছি? বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় লাঠি মিছিলে নেমেছি। আমরা চাই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। সেই সাথে ঠাকুরগাঁওসহ সারাদেশে নারীর প্রতি সহিংসতা, খুন ধর্ষণ ও নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের অপসারণ করতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, শুধু রাজধানী নয়, সারাদেশেই নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। ঠাকুরগাঁওয়ের মতো ছোট শহরেও ইভটিজিং, যৌন হয়রানি বেড়ে গেছে। আমরা চাই, প্রশাসন কঠোর ব্যবস্থা নিক। অন্যথায় আমরা আরও বড় আন্দোলনে যেতে বাধ্য হবো।

এদিকে, শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পথচারীরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শেষ হলো নারী উদ্যোক্তাদের মিলনমেলা
১২ মার্চ ২০২৫ বিকাল ০৪:৩৬:৪২