• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:৪৮:০৯ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৭:৪৮:০৯ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

১ লাখ বৃক্ষ রোপণ করবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

১২ মার্চ ২০২৫ দুপুর ০২:০০:৫৮

১ লাখ বৃক্ষ রোপণ করবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা পরিচ্ছন্ন ও সবুজ নগরায়ণ গড়তে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি উদ্বোধন করেছেন। এ লক্ষ্যে এক লাখ বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন এ জেলা প্রশাসক।

১১ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে এই ব্যতিক্রমী কর্মসূচির ঘোষণা দেন তিনি।

কর্মসূচি ঘোষণা শেষে  মঙ্গলবার থেকেই অভিযানের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তাদের। পরে শহরের চাষারা মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত আট কিলোমিটার এলাকার রাস্তার দুই পাশ থেকে সমস্ত সাইনবোর্ড, বিলবোর্ড এবং ফেস্টুন অপসারিত করা হয়েছে। রাস্তার পাশে সমস্ত ময়লা আবর্জনা অপসারণ করা হচ্ছে। জেলার সকল সরকারি সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে সমগ্র নারায়ণগঞ্জ জেলায় অব্যাহতভাবে এই গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ প্রোগ্রাম চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

তিনি বলেন, রাস্তার দুই পাশে কোনো ধরনের ব্যানার ফেস্টুন লাগিয়ে রাখা যাবে না, সেটা রাজনৈতিক দলের হোক, কিংবা প্রতিষ্ঠানের হোক হুঁশিয়ারি করে দেন ডিসি। জেলা প্রশাসক এই সময় সকলের সহযোগিতা কামনা করেন নারায়ণগঞ্জ শহরকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি তৈরি করতে।আপনারা যদি আমার পাশে থাকেন এই শহরকে বাংলাদেশের মধ্যে গ্রিন অ্যান্ড ক্লিন শহর হিসাবে মডেলে রূপান্তরিত করতে পারব। আমরা ইতোমধ্যেই শহরের মধ্যে এক লাখ গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছি। মঙ্গলবার থেকে আমার নির্দেশে মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে জেলা প্রশাসনের কর্মচারী ও সিটি করপোরেশনের কর্মচারীর সমন্বয়ে ব্যানার ও ফেস্টুন অপসারণ কাজ শুরু হয়েছে। প্রায় ৫ ট্রাক ফেস্টুন অপসারণ করা হয়েছে এরই মধ্যে।’

তিনি আরও বলেন, জেলার সমস্ত সড়কের ফেস্টুন অপসারণের কাজ অব্যাহত থাকবে। শহরে অধিক পরিমাণ ব্যানার ও ফেস্টুন থাকায় মানুষের মাঝে বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈদ্যুতিক তারের সমস্যা হচ্ছে। বৈদ্যুতিক খুঁটিতে ব্যানার ফেস্টুন টানিয়ে রাখায় প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হচ্ছে ও গাছপালা বৃদ্ধিতে বাধা সৃষ্টি হচ্ছে। আমরা গাছ থেকে পেরেক তোলার কর্মসূচি হাতে নিয়েছি, গাছের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে।

তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আমরা প্রাণ ভরে বিশুদ্ধ অক্সিজেন নিশ্বাস নেই।’

তিনি আরও বলেন, ‘নিজের শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখি। এই নারায়ণগঞ্জ আমাদের সবার। সারা বাংলাদেশ আমাদের নারায়ণগঞ্জকে নিয়ে গর্ব করবে, আলোচনা করবে এই গ্রিন সিটির জন্য। সবাই দোয়া করবেন এই পরিকল্পনাকে যাতে বাস্তবায়ন করতে পারি আপনাদের সবার সহযোগিতায়। আশা করি যানজট নিরসনে শহরবাসী খুব সহজেই যাতায়াত করতে পারছেন এবং সবাই এর সুফল ভোগ করছেন। তাই আমি চাই সর্বক্ষেত্রে আপনারা সুফল ভোগ করুন।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘নারায়ণগঞ্জ শহর একটি শিল্পাঞ্চল শহর ও খুব ঘনবসতি শহর। জনসংখ্যা অনেক বেশি। ভবিষ্যতে আরও অনেক জনসংখ্যা বৃদ্ধি পাবে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে এখনই পদক্ষেপ নিতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। হাতে আমাদের সময় খুব অল্প। এই অল্প সময়ের মধ্যেই সব কিছু করে যেতে হবে আমাদের বর্তমান প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন তারা সুফল ভোগ করতে পারেন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১