জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভুয়া মেজর পরিচয়কারী বাসিদুর রহমান (৩৮) ও স্ত্রী হামিদা বেগমকে (৪০) আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।
১১ মার্চ মঙ্গলবার আটক স্বামী-স্ত্রীকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে ১০ মার্চ সোমবার দুপুরে উপজেলার আশারকান্দি ইউনিয়নে হরিপুর গ্রামের হাজী মোহাম্মদ দানিছ মিয়ার বাড়ি থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাজ পরিহিত ভুয়া মেজর পরিচয়কারী বাসিদুর রহমান ও তার স্ত্রীকে অভিযান চালিয়ে আটক করা হয়। আটক বাসিদুর রহমান কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আঞ্জাপুর গ্রামের সাইমুল হকের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রতারক বাসিদুর রহমান উপজেলার হরিহরপুর গ্রামের মৃত. কারী মখলিছ মিয়ার মেয়ে হামিদা বেগমের স্বামী পরিচয়ে বেশ কিছুদিন যাবত দানিছ মিয়ার বাড়িতে বসবাস করে আসছে। সেখানে ভুয়া মেজর সেজে দাপটের সহিত এলাকার লোকজনের সাথে খারাপ আচরণ ও ভয়ভীতি দেখিয়ে ফায়দা হাসিল করে আসছিল।
এদিকে স্ত্রী হামিদা বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার রাসেল মিয়ার পরিবারের জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। ভুয়া মেজর হামিদা বেগমের পক্ষ নিয়ে দাপট দেখালে এবং একই স্থানে এতো দিন অবস্থানের কারণে এলাকার লোকজনের মধ্যে সন্দেহ প্রবণতার সৃষ্টি হলে তারা সেনা ক্যাম্পে বিষয়টি জানান। যার প্রেক্ষিতে সোমবার দুপুরে সেনা ক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিব, ও জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়ার যৌথ নেতৃত্বে অভিযান চালিয়ে ভুয়া মেজর বাসিদুর রহমান ও তার স্ত্রী পরিচয়দানকারী হামিদা বেগমকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক সেট ইউনিফর্ম, বুট, গাম জাম্বুট, একটি ডোন ক্যামেরা, দুইটি পাসপোর্ট, র্যাব-৯ লেখা সম্বলিত একটি ক্রেস্ট, কিছু কসমেটিক্স সামগ্রী, দা, ছুরি, চাকু, উদ্ধার করা হয়।
বাসিদুর রহমান ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০২০ সালে ৩৭ এডি রেজিমেন্ট কর্পোরাল হিসেবে কর্মরত থাকাবস্থায় ছুটিতে এসে পলাতক হন।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভুয়া মেজর পরিচয়দানকারী ও তার স্ত্রী পরিচয়ে এক নারীকে আটক করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available