কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় ভূমিদস্যু আওয়ামী লীগ নেতা এনামুল হকের গ্রেফতার ও চাকুরি বাতিলের দাবিতে এলাকায় মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
১২ মার্চ বুধবার দুপুরে উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের পরানপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরানপুর গ্রামের অধিবাসী কাজী আমির হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল বারেক, দেলোয়ার হোসেন ও আফরোজা বানু প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের মহাসচিব ও আওয়ামী লীগ নেতা এনামুল হক পতিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এলাকার লোকজনের জায়গা-জমি জোর করে দখল নেয়। তাছাড়া ওই এলাকার পরানপুর মৌজার সাবেক ১০৩ এর ১০ শতক, ১১৪ এর ১১ শতক ,১১৩ এর ১২ শতক, ১০৭ এর ৮ শতক জমি অবৈধভাবে দখল করে। জাল দলিল ও ভুয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন ভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করে আসছে। তার নির্যাতন ও অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তার শাস্তির দাবি জানান তারা।
এসময় মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available