• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩১ রাত ০১:০৩:২৫ (13-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩১ রাত ০১:০৩:২৫ (13-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাটে বিএনপি নেতার সেই ইটভাটাটি গুঁড়িয়ে দিল প্রশাসন

১২ মার্চ ২০২৫ রাত ০৮:৩৪:১০

লালমনিরহাটে বিএনপি নেতার সেই ইটভাটাটি গুঁড়িয়ে দিল প্রশাসন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে কালীগঞ্জে লাইসেন্স না থাকায় বিএনপি নেতার অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে এস্কেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

১২ মার্চ বুধবার দুপুরে উপজেলা দলগ্রাম শ্রীখাতায় অবস্থিত কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের এম জেএ নামে ইটভাটা এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সময় পরিবেশ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন চন্দ্র রয়, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ও শ্রুতিধর এলাকায় লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে। মেসার্স এম জেএ ও বিবিএমসি ইটভাটা গুলো এস্কেভেটর দিয়ে উভয় ইট ভাটার চুল্লি ভেঙে ধ্বংস করে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য. গত (১১ ফেব্রুয়ারি)  কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন অবৈধ ইটভাটায় অভিযান চালাতে গেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যদের অবরুদ্ধ করে রাখা হয়।

ঐ দিন বিকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামে অবস্থিত মেসার্স এমজেএ ব্রিকসে এ ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে কোনও ব্যবস্থা না নিয়েই সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরুদ্ধ থাকার পর ভ্রাম্যমাণ আদালতের সবাই সন্ধ্যা ৭টার দিকে কালীগঞ্জ ইউএনও কার্যালয়ে ফিরে আসেন। ভ্র্যাম্যাণ আদালতের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য জেলা প্রশাসনে চিঠি দিয়েছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ