• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে ফাল্গুন ১৪৩১ বিকাল ০৫:৫৮:০১ (13-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে ফাল্গুন ১৪৩১ বিকাল ০৫:৫৮:০১ (13-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মণিরামপুরে ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

১৩ মার্চ ২০২৫ দুপুর ১২:২২:২৫

মণিরামপুরে ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ১১নং চালুয়াহাটি ইউনিয়নের ভূমি অফিসের নায়েব ও কর্মচারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

চালুয়াহাটি ইউনিয়নের মৃত করিম সরদারের ছেলে মিজানুর রহমান ১২ মার্চ বুধবার মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মণিরামপুর উপজেলা ভূমি অফিসার বরাবর এ লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, চালুয়াহাটি ইউনিয়নের ভূমি অফিসের নায়েব মো. আমজেদ হোসেন (৪৭) ও কর্মচারী মো. ওয়াদুদ ইসলাম (২৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মিজানুর রহমান জমির খাজনা দেওয়ার জন্য ১১নং চালুয়াহাটি ইউনিয়নের ভূমি অফিসে যায়। অভিযুক্তরা অনলাইনে সমস্যা আছে বলে ৪/৫ দিন ঘুরাইতে থাকে। পরবর্তীতে গত ৯ মার্চ উক্ত অফিসে আবার গেলে মিজানুর রহমানের কাছ থেকে অফিসের নায়েব কর্মচারীর মাধ্যমে ২০০ টাকা ঘুষ গ্রহণ করে অনলাইন অনুমোদন দেয়। পরবর্তীতে ভুক্তভোগী অনলাইনে ১৪৪ টাকা দিয়ে খাজনা প্রদান করে।

এ ব্যাপারে ভূমি অফিসের নায়েব মো. আমজেদ হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, বিষয়টা আমি জেনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ