মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে জেলা প্রশাসকের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গাড়ি চালালে সাবধানে চালাতে হবে। নিধারিত স্থান ছাড়া গাড়ি থামানো যাবে না। নিধারিত গতিসীমা না মেনে গাড়ি চালানো যাবে না। ওভারটেকিংটা সর্তকতার সহিত করতে হবে। কোনভাবে গাড়ি অসাবধানে চালানো যাবে না। মানুষের জীবন অনেক মূল্যবান। একজন চালকের হাতে শত শত দায়িত্ব নির্ভর করে। বিআরটিএ কোনো অদক্ষ চালকের হাতে লাইসেন্স তুলে দেয় না। পেশাগত ড্রাইভারদের সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় মেডিকেল অফিসার (সিভিল সার্জন) ডা. মুরাদে আলম ও পুলিশ পরিদর্শক অনিল বিকাশ চাকমা, সাংবাদিক মো. মাহবুবুর রহমান রাহেলসহ গাড়িচালকরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে প্রায় ২০০ জন পেশাদার গাড়িচালক অংশগ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available