• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৬:২০:৪২ (13-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৬:২০:৪২ (13-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভোলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে মতবিনিময়

১৩ মার্চ ২০২৫ বিকাল ০৫:৪৪:২৪

ভোলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে মতবিনিময়

ভোলা প্রতিনিধি: আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ভোলার সিভিল সার্জনের সাথে সাংবাদিকদের মতবিনিময় হয়েছে।

১২ মার্চ বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে বেলা তিনটায় এ মতবিনিময় সভা হয়েছে।

জেলার আড়াইশ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.শেখ সুফিয়ান রুস্তমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো.মনিরুল ইসলাম।

গণমাধ্যমকে জানান, উপকূলীয় জেলা ভোলায় এবার দুই লাখ ৮৯ হাজার ৫৭০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৫ মার্চ জেলার ৭  উপজেলা ও চারটি পৌর এলাকার শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি জানান, এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা সিভিল সার্জন কার্যালয় । আগামী ১৫ মার্চ দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

জেলার সব ইপিআই (টিকাদান) কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও স্বাস্থ্যকর্মীরা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করবেন। পুরো ক্যাম্পেইন তদারকি করবেন স্ব স্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

ওই দিন শূন্য থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। যে সব শিশুর বয়স শুন্য থেকে ১১ মাস, তাদের জন্য নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে জেলার সব উপজেলায় টিকা ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে সরবরাহ সম্পন্ন হয়েছে।

সিভিল সার্জন জানান, এ বছর জেলার সদর উপজেলায় ২ লাখ ৮৯  হাজার ৫৭০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কেন্দ্রগুলোতে টিকা সরবরাহ ও স্বাস্থ্যকর্মীদের এ সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ ও অবহিতকরণ সম্পন্ন হয়েছে। তিনি জানান, সঠিকভাবে এ ক্যাম্পেইন তদারকির জন্য জেলায় ২৭১ জন স্বাস্থ্য সহকারী, ১২৭ জন পরিবার পরিকল্পনা কর্মী, ২২১জন সিএইচসিপি ও ২২১৬ জন সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।

তিনি জানান, জেলায় সর্ব মোট ১৬৮০ টি অস্থায়ী কেন্দ্র ও ১৬৮৯ টি স্থায়ী কেন্দ্র এ ক্যাম্পেইন পরিচালিত হবে। বাস স্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতেও ক্যাম্পেইন বাস্তবায়ন করতে স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ভ্রাম্যমাণ টিম গঠন করা হয়েছে বলও জানা সিভিল সার্জন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ