• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে ফাল্গুন ১৪৩১ রাত ০৮:৩০:৩৯ (13-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে ফাল্গুন ১৪৩১ রাত ০৮:৩০:৩৯ (13-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

১৩ মার্চ ২০২৫ বিকাল ০৪:১৪:১৯

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাজেদ আলী (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  

১২ মার্চ বুধবার রাত ৮টার দিকে পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি  নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাজেদ আলী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর এলাকার আব্দুল আজাদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিবচরের মাদবরেরচর ইউনিয়নের পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি নির্মাণাধীন বহুতল ভবনের মার্কেটে কাজ করেছিলেন মাজেদ আলী। ভবনটির ছাদের ওপরে রড বাঁধতে ছিলেন তিনি। রডের বাড়তি অংশ বিদ্যুতের তারে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন মাজেদ আলী। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাঁচ্চর রয়েল হসপিটালে নিয়ে যায়। তারপর শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে নির্মাণকাজে বাড়তি সতর্কতা অবলম্বন এবং বিদ্যুৎ বিভাগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার উপ-পরির্দশক (এসআই) অলিউর রহমান জানান, বিষয়টি খুব দুঃখজনক।  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


তিন মাসে কোটিপতি বেড়েছে ৫ হাজার
১৩ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:১৪