• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:৫৯:৫৯ (14-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:৫৯:৫৯ (14-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে ট্রেনে কাটা পরে ২ যুবকের মৃত্যু

১৪ মার্চ ২০২৫ সকাল ১০:৫০:০৪

গাজীপুরে ট্রেনে কাটা পরে ২ যুবকের মৃত্যু

পুবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

১৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর ও টঙ্গী রেল স্টেশনে পৃথক এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি রেলওয়ে পুলিশ।

শ্রীপুর রেল স্টেশন মাস্টার শামীমা আক্তার বলেন, শ্রীপুর রেল স্টেশন পয়েন্টের হোম সিগনালের পাশে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, দেওয়ানগঞ্জগামী ট্রেনের নিচে কাটা পরে তার মৃত্যু হতে পারে। জয়দেবপুর রেলওয়ে ফাঁড়িতে খবর দেওয়া হয়েছে।

অপরদিকে, টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা তুরাগ কমিউটার ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। যাত্রা বিরতি শেষে জয়দেবপুরের উদ্দেশে রওনা হয়। এসময় রেললাইন পারাপার হতে গিয়ে ওই যুবক ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ধর্ষণের ঘটনায় মানিকগঞ্জে মানববন্ধন
১৪ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮:১৪