• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:৫৯:৫৯ (14-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:৫৯:৫৯ (14-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ময়মনসিংহে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক-১

১৪ মার্চ ২০২৫ দুপুর ১২:১২:০৭

ময়মনসিংহে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক-১

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরা পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ১টি মোটরসাইকেল ও পিকআপসহ এক চোরাকারবারিকে আটক করা হয়।

১২ মার্চ বুধবার হালুয়াঘাট, ধোবাউড়া ও ঝিনাইগাতী উপজেলা সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় চিনি, জিরা, তেঁতুল ও কসমেটিক্স সামগ্রী।

আটক ব্যক্তি নয়াগাঁও এলাকার ইব্রাহিম শিকদারের পুত্র মো. ইয়াছিন আনোয়ার (৩২)। ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে জামতলী এলাকা থেকে ৫৯৫ কেজি, শিমুলকুচি এলাকা থেকে ৭৫০ কেজি ও কাজলের মোড় এলাকা থেকে ৩০০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।

এছাড়া, গাবরাখালী এলাকা থেকে ২৬০ কেজি ও আঠারোবাড়ী এলাকা থেকে ৯৫ কেজি চিনি, খাড়ামোড়া এলাকা থেকে ৬৫ কেজি তেঁতুল ও আঠারোবাড়ী এলাকা থেকে ৪৯২ পিস কসমেটিক্স সামগ্রী জব্দ করে বিজিবি।

জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য ৪৭ লক্ষ ৬৭ হাজার চল্লিশ টাকা। চোরাকারবারিরা অভিনব পন্থায় এসব ভারতীয় মালামাল অবৈধভাবে পাচারের চেষ্টা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখেই পালিয়ে যায় তারা।

মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার আরও বলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিন-রাত সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ধর্ষণের ঘটনায় মানিকগঞ্জে মানববন্ধন
১৪ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮:১৪