বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় ফকিরহাট পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র আয়োজনে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে আন্তঃধর্মীয় সম্প্রীতি বাজায় রাখার আহ্বানে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৩ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় এ মতবিনিময় সভা হয়।
পিএফজি অ্যাম্বাসেডর বীরমুক্তিযোদ্ধা সাহেদুর রহমান জোহা এর সভাপতিত্বে এবং পিএফজি সদস্য ও উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈনউদ্দিন মেরুর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মো. বেলাল হুসাইন, যুবদল নেতা সুমন মীর, আলামিন শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফকিরহাটের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, খেলাফত মজলিস ফকিরহাট সভাপতি মাসুম বিল্লাহ, ইমাম মাওলানা আব্দুল মালেক, কাজী সাইফুল্লাহ, হাফেজ আমিনুল ইসলাম, পুরোহিত বাধন চক্রবর্তী, সঞ্জয় বিশ্বাস, অনুরাগ রায়, অ্যাডভোকেট সায়েম, সাংবাদিক সৈয়দ জালিস মাহমুদ, রনি হাসান, ফকিরহাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ সাবিতুল ইসলাম সাগর এস এ পলাশসহ ফকিরহাটের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে যে, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন তৈরির চক্রান্ত চলছে। এ ধরনের ষড়যন্ত্র আমাদের সামাজিক বন্ধন, ধর্মীয় সম্প্রীতি, স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষত, সাম্প্রতিক সময়ে কিছু ধর্মীয় সংগঠনের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে, যা আমাদের সহাবস্থানের পরিবেশকে নষ্ট করার সম্ভাবনা তৈরি করছে। এই পরিস্থিতিতে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, সম্প্রীতির শরণখোলা বিনির্মানই আমাদের লক্ষ্য। রাজনৈতিক এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা না করে আমরা ক্ষান্ত হব না। যতই বাধা বিপত্তি আসুক না কেন আমরা সকল অংশীজন মিলে এক সাথে সম্প্রীতির ফকিরহাট প্রতিষ্ঠা করবো। এ সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available