• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৫:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৫:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

কৃষি

কালীগঞ্জের গোবিন্দভোগ আম যাচ্ছে ইংল্যাল্ডে

১৬ মে ২০২৩ সন্ধ্যা ০৬:০০:০৪

কালীগঞ্জের গোবিন্দভোগ আম যাচ্ছে ইংল্যাল্ডে

জাহাঙ্গীর হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে প্রথমবারের মত বিভিন্ন জাতের আম ইংল্যান্ডে রফতানি করা হচ্ছে। ১৬ মে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ২ কৃষকের কাছ থেকে ১ টন আম পাঠানো হয় ।  প্রথম দিকে পর্যায়ক্রমে এই গ্রাম থেকে প্রায় ১০ মেট্রিক টন আম পাঠানো হবে। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় এই আম পাঠানো হচ্ছে।  উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের কাস্টভাঙ্গা গ্রামের হাবিবুর রহমান  ও তবিবুর রহমানের আম বাগান থেকে প্রথম পর্যায়ে এই আম রফতানি করা হচ্ছে। আম রফতানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম রনি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানী।

অনুষ্ঠানে কাষ্টভাঙ্গা গ্রামের আম চাষী হাবিবুর রহমান জানান, তিনি প্রায় ৯ বিঘা বাগানে গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া, রুপালি, তিলে ও বোম্বাই জাতের আম চাষ করেছেন। এ বছর ঢাকায় আন্তর্জাতিক আম রফতানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিংকের এর সাথে তার কথা হয়েছে। পরে তিনি কৃষি অফিসের সাথে যোগাযোগ করেন। উত্তম কৃষি চর্চার নিয়ম অনুসরন করে এবং কৃষি অফিসের সার্বিক পরামর্শ অনুসারে তিনি বাগানের পরিচর্যা করেছেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার  এই মৌসুমে বাংলাদেশ থেকে প্রথম আম রফতানির সাথে তার বাগানের আম যুক্ত হয়। তিনি আরও জানান, প্রথম পর্যায়ে গোবিন্দভোগ জাতের আম ইংল্যাল্ডে পাঠানো হবে। পর্যায়ক্রমে ন্যাংড়া, হিমসাগর এবং রুপালি আমও রফতানি করা হবে। বর্তমানে স্থানীয় ব্যবসায়ীরা কাচা আম ক্রয় করছেন ২৫-৩০ টাকা দরে। কিন্তু হাবিবুর বিদেশে রফতানি যোগ্য আম বাগান থেকেই বিক্রি করছেন ৫০ টাকা কেজি দরে ।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম রনি জানান, এবারই প্রথম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা থেকে অন্য ফসলের মতো আম বিদেশে রফতানির সুযোগ হলো। এটি আম চাষীদের জন্য একটি সুখবর। কালীগঞ্জ উপজেলায় প্রচুর পরিমান আমের উৎপাদন হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে অবশিষ্ট আম রফতানি করলে বৈদেশিক  মুদ্রা অর্জিত হবে। কৃষি কর্মকর্তা আরও জানান, আমসহ কৃষি পন্য বিদেশে রফতানির জন্য অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় এবং উত্তম
কৃষি চর্চার নিয়ম অনুসরন করতে  হয়। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষক হাবিবুর রহমান এবং তবিবুর রহমানকে সাবির্ক কারিগরি সহযোগিতা করা হয়েছে।

আম রফতানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার জানান, এই প্রথম এ উপজেলা থেকে আম রফতানি করা হলো। ধারাবাহিকভাবে আগামীতে এ উপজেলা থেকে উৎপাদিত ড্রাগন ফল, লিচু ও সবজি রফতানির সুযোগ তৈরি হলো। এর ফলে কৃষকরা যেমন লাভবান হবেন এবং দেশে বৈদেশিক মুদ্রাও আসবে। উত্তম কৃষি চর্চার নিয়ম অনুসরণের মাধ্যমে যদি কৃষকরা ফল ও ফসল চাষাবাদ করেন তাহলে  ভাল মানের ফলন পাবেন এবং লাভবান  হবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫