• ঢাকা
  • |
  • শনিবার ১লা চৈত্র ১৪৩১ বিকাল ০৪:৫৫:২০ (15-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১লা চৈত্র ১৪৩১ বিকাল ০৪:৫৫:২০ (15-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে অর্ধগলিত মরদেহের রহস্য উন্মোচন

১৫ মার্চ ২০২৫ দুপুর ০১:৪৮:২৪

শ্রীপুরে অর্ধগলিত মরদেহের রহস্য উন্মোচন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার ভাগাড় কলাবাগান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। পেশাদার সংঘবদ্ধ চক্র ৫ হাজার টাকা ছিনিয়ে নিতে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করে গার্মেন্টস শ্রমিককে। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৫ মার্চ শনিবার শ্রীপুর থানা পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

গত ৯ মার্চ রোববার শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তূপে কলাবাগানের ভেতর থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।

নিহত গার্মেন্টস শ্রমিক মো. রেজাউল করিম (৪০) নেত্রকোণা জেলার সদর উপজেলার দূর্গাশ্রম গ্রামের এছাক মুন্সির ছেলে। তিনি শ্রীপুর উপজেলা থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

গ্রেফতাররা হলেন, শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের আলতাফ হোসেনের ছেলে শাহাদাত হোসেন শান্ত (২৫), একই উপজেলার উজিলাব গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে নূরুল ইসলাম ওরফে পাগলা মামু (৫২) ও নেত্রকোণা জেলার সদর উপজেলা টেংঙ্গা গ্রামের মৃত আলী ওসমানের ছেলে জুলহাস (৩৪)।

সংবাদ সম্মেলনে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গত ৯ মার্চ সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ময়লার স্তূপের মধ্যে কলাবাগানের ভেতর থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় হত্যার সঙ্গে জড়িত চারজনের সম্পৃক্ততার প্রমাণ পায়। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা সবাই পেশাদার সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে শ্রীপুরসহ একাধিক থানায় মামলা রয়েছে।

তিনি জানান, গত ২৭ মার্চ রাত সাড়ে ৮টার দিকে গার্মেন্টস শ্রমিক রেজাউল করিম মাধখলা থেকে গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজারের দিকে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় সংঘবদ্ধ চক্রটি চার পথরোধ করে। চক্রটি তার কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিতে চেষ্টা করে। এসময় তিনি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ধস্তাধস্তির একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে মহাসড়কের পাশে ময়লার স্তূপের মধ্যে কলাবাগানে নিয়ে গিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

তিনি আরও জানান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের পর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেফতারদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ