নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ব্যাটারীচালিত অটোরিক্সা, ভ্যানসহ অন্যান্য যানবাহনে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ক্ষতিকর এলইডি লাইটের ব্যবহার। বিশেষ করে রাতে চলাচলে এসব যানবাহনের তীব্র আলোয় বিপরীত দিক থেকে আসা যাত্রী ও যানবাহনের জন্য মরণ ফাঁদে পরিণত হয়। রাতে এসব ক্ষতিকর এলইডি লাইটের তীব্র আলোয় সামনের রাস্তায় কোন কিছুই দেখা যায় না, ফলে সড়কে ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।
এসব ক্ষতিকর এলইডি লাইটের কারণে দুর্ঘটনার পাশাপাশি চোখেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। এ কারণে যানবাহনে এ সব ক্ষতিকর লাইট ব্যবহার না করার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনরে পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে । এ অভিযানে ব্যাটারীচালিত অটোরিক্সা, ভ্যান, ছোট ট্রাকসহ সকল যানবাহনে যুক্ত করা তীব্র আলোর ক্ষতিকর এলইডি লাইট অপসারণ করা, সতর্কতার পরও লাইট অপসারণ না করায় জরিমানা আদায়, রাতের বেলা সহজেই চোখে পড়ার জন্য অটোরিকশার সামনে হলুদ রং লাগানোসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, এলইডি লাইট মূলত আবাসিক ভবনগুলোতে ব্যবহারের জন্য। কিন্তু বর্তমানে রাতে চলাচলকারী যানবাহনগুলোতে তীব্র আলোর ক্ষতিকর এলইডি লাইটের ব্যবহার ক্রমেই বেড়ে চলেছে। এ কারণে প্রতিনিয়ত রাতের বেলা সড়কগুলোতে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে অঙ্গহানী ও মৃত্যুর মিছিল। রাতে নিরাপদে পথচারী ও চালকদের দূর্ঘটনার হাত থেকে রক্ষা করতে ক্ষতিকর এলইডি লাইট অপসারণের কোন বিকল্প নেই। যারা দেশের সড়ক আইন অমান্য করে গাড়িতে এলইডি লাইট ব্যবহার করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগামীতেও আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available