• ঢাকা
  • |
  • শনিবার ১লা চৈত্র ১৪৩১ বিকাল ০৪:৫৪:২০ (15-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১লা চৈত্র ১৪৩১ বিকাল ০৪:৫৪:২০ (15-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

১৫ মার্চ ২০২৫ দুপুর ০১:৫৫:৫৫

ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

সাজেদুল হক প্রান্ত, নরসিংদী:  ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ শনিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে জেলার গুণীজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের বিচার দ্রুত না হওয়ায় সারাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। যার কারণে শিশু থেকে নারী সকলেই ধর্ষণের শিকার হচ্ছেন। দ্রুত বিচার ব্যবস্থাসহ ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সেই সঙ্গে কঠোর আইন প্রয়োগ করতে হবে। দেশের নানা প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে, বিচার হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে। এভাবে চলতে থাকলে সমাজব্যবস্থা ভেঙে পড়বে।

এসময় মানবন্ধনে বক্তারা ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকের কবর দে’, ‘প্রতিরোধের আগুন বুকে, ধর্ষকদের রুখে দাও’- এসব স্লোগান দিতে থাকেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম, সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক আমিনুল আশ্রাফ, সোহেল রানা ও মুশফিক রহমান মৃধা জামি প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ