• ঢাকা
  • |
  • শনিবার ১লা চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:৫১:০০ (15-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১লা চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:৫১:০০ (15-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ১০

১৫ মার্চ ২০২৫ বিকাল ০৩:৩৭:৫০

কালিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ১০

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে  হাসিম মোল্যা (৩৮) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় দুই পুলিশসহ আহত হয়েছে ১০ জন। এদিকে ওয়ান সুটারগান ও গুলিসহ সিরাজ মোল্যা (৪৪) ও আজিজার (৫৫) নামে দুই জনকে আটক করেছে যৌথ বাহিনী।

১৫ মার্চ শনিবার সকাল ১০টায় উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের ঠান্ডু মোল্যার লোকজন ও প্রতিপক্ষ জনি মোল্যাসহ তার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ ঠেকাতে গিয়ে দুইজন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় দুপুরে জনি মোল্যা গ্রুপের হাসিম মোল্যা নামে এক ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে সকালে হামলার শিকার হয়ে জনি গ্রুপের লোকজন পাল্টা হামলার প্রস্তুতি নেয়ার সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে জনি গ্রুপের দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান সুটার গান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অস্ত্র উদ্ধার ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ