• ঢাকা
  • |
  • শনিবার ১লা চৈত্র ১৪৩১ রাত ১০:৩৬:১৩ (15-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১লা চৈত্র ১৪৩১ রাত ১০:৩৬:১৩ (15-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাঞ্ছারামপু‌রে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫ মার্চ ২০২৫ বিকাল ০৪:৩৭:২৩

বাঞ্ছারামপু‌রে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবা‌ড়িয়া (দক্ষিণ) প্রতিনিধি: ব্রাহ্মণবা‌ড়িয়া বাঞ্ছারামপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ শুক্রবার বিকেলে ফরদাবাদ ইউনিয়নে কলাকা‌ন্দি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় মাঠে বিএনপির অঙ্গ সংগঠন এ আয়োজন করে।

উপ‌জেলা বিএন‌পির যুগ্ম সাধারণ সম্পাদক, ফরদাবাদ ইউনিয়‌ন বিএন‌পির সভাপ‌তি নজরুল ইসলা‌ম (স্বপন সিকদা‌র) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল খা‌য়ে‌রের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষকদ‌লের কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএন‌পির সভাপ‌তি কৃ‌ষি‌বিদ মে‌হেদী হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা বিএন‌পির সাধারণ সম্পাদক একেএম (ভি‌পি) মুসা।

আরও উপ‌স্থিত ছি‌লেন এইচ এস জেড শুকড়ী সে‌লিম, সাইদুর রহমান সাঈদ, গাজী বাদল, এসএম দে‌লোয়ার হো‌সেন, ম‌হিউদ্দিন আহ‌মেদ, আব্দুল খা‌লেক, হুমায়ন ক‌বির, মো. ফ‌রিদ মিয়‌া, আব্দুল কুদ্দুস, না‌হিদ সু‌লতানা, শার‌মিন সুলতান, মো. বিল্লাল হে‌া‌সেন, আব্দুল হা‌মিদ, আনোয়ার চৌধু‌রী,  লেয়াকত আলী ফ‌রিদ, মো. মুহ‌সিন, আবু‌ল হাইয়ূম, শাখাওয়‌াত হো‌সেন, আবু‌ল ক‌রিম, সে‌লিম আক্তার, ‌মো. জাহাঙ্গীর আলম, আব্দুল ম‌তিন, তাইবুর হাসান মাসুম, হারুন অর র‌শিদ, আলমগীর, কামাল হো‌সেন, আব্দুল কা‌সেম, মো. আশিক, মো. আব্দুল হা‌লিম, মো. জয়দুল‌ হো‌সেন, মো. হা‌বিবুর রহমান, মো. জ‌সিম মিয়া, আল আমিন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ