• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩১ ভোর ০৪:৫৫:৫৫ (17-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩১ ভোর ০৪:৫৫:৫৫ (17-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিদ্ধিরগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষে আহত ৫

১৬ মার্চ ২০২৫ সকাল ১১:১৯:২৬

সিদ্ধিরগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষে আহত ৫

সিদ্ধিরগঞ্জ (নারাণয়গঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি ২নং ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় একটি পরিবহনের চাঁদাবাজির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল ও বিএনপির পলাশ গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে উভয় গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় যুবদল নেতা ফিরোজ, স্বেচ্ছাসেবকদলের সিদ্ধিরগঞ্জ থানা সদস্য সচিব পাপ্পু ও ইসমাইল হোসেনসহ ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ফিরোজ ও ইসমাইল হোসেনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

১৫ মার্চ শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মিজমিজি উত্তরপাড়া চিশতীয়া বেকারীরোড এলাকায় একটি পতিত জমিতে নীলাচল পরিবহনের অর্ধশত বাস পার্কিং করে রাখে (ডিপো)। এ পরিবহন থেকে প্রতি মাসে বিএনপির ২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক পলাশ এবং নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মাদ ইকবাল হোসেনের নামে ৭০ হাজার টাকা চাঁদা কালেকশন করে দিচ্ছে বলে স্বেচ্ছাসেবক দলের নেতাদের অভিযোগ।

এছাড়া সরু রাস্তা দিয়ে প্রতিদিন অর্ধশত বাস এনে পার্কিং করার কারণে এলাকাবাসীকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হওয়াসহ একাধিক কারণে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ও এলাকাবাসী প্রতিবাদ জানায় বাসগুলো এখানে না রাখার জন্য। এতে ক্ষিপ্ত হয়ে পলাশ ও মোক্তার গ্রুপের ১৫০-২০০ জন অনুসারী দেশীয় অস্ত্র নিয়ে স্বেচ্ছাসেবক দলের সচিব মমিনুর রহমান বাবু গ্রুপের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। সংঘর্ষের সময় টুটুলসহ দু’জনের বাড়িতে হামলা চালানো হয়।

নীলাচল পরিবহনের ম্যানেজার আবুল হাশেম বলেন, আমাদের গাড়ি আসার সময় মসজিদের লাইট ও কার্নিশ ভেঙে যায়। আমরা মিস্ত্রি এনে লাইট ঠিক করতে গেলে মসজিদ কমিটির সভাপতি মাহমুদ হাসান পাটোয়ারীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার পক্ষ হয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবুর লোকজন আমাদের উপর অতির্কত হামলা করে। এসময় আমিসহ হাসান মাহমুদ, আবু সিদ্দিক, বিল্লাল হোসেন নামে চার জন আহত হই।

সাবেক কাউন্সিলর মোহাম্মাদ ইকবাল হোসেন বলেন, আমার নামে চাঁদা আদায়ের খবর সঠিক নয়। আমার কোন লোকজন কিংবা অনুসারী এ হামলার সাথে জড়িত নয়।

নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পলাশ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। নীলাচল পরিবহন থেকে কোন চাঁদা নিচ্ছি না, হয়তো এলাকাবাসী কোন কারণে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা করে থাকতে পারে।

স্বেছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, আমার কোন লোকজন চাঁদাবাজির সাথে জড়িত নয় বরং আমরা চাঁদাবাজি ও অন্যায়ের প্রতিবাদ করছি। আমাদের ওপর বিএনপির ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পলাশের নেতৃত্বে অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে এবং নেতাকর্মীদের কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান বলেন, নীলাচল পরিবহনের চাঁদাবাজির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে দু’দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনা তদন্ত করছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ