• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৩:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৩:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মান্দায় ফসলের সাথে এ কেমন শত্রুতা!

১৬ মে ২০২৩ রাত ০৯:৪১:৩৭

মান্দায় ফসলের সাথে এ কেমন শত্রুতা!

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় পূর্ব শক্রতার জেরে কাজেম উদ্দীন দেওয়ান নামে এক কৃষকের ৫ কাঠা বন্ধকী জমিতে রোপন করা বেগুন গাছ তুলে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামে ১১ মে দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক ।

এ ঘটনার প্রতিকার চেয়ে জাফরাবাদ গ্রামের রেজাউল ইসলাম, রেজু এবং আবেদা বেগমসহ ৩ জনের বিরুদ্ধে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।

অভিযোগের সুত্রে জানা যায়, প্রতিপক্ষের বাড়ির পাশে কাজেম উদ্দীন ২ বিঘা জমি বর্গা নিয়ে গত ৪০ বছর চাষাবাদ করে আসছিলেন। ঐ জমির পাশে প্রতিপক্ষের কয়োকটি গাছ ছিলো। যে গাছগুলোর কারণে তার ফসলের ক্ষতি হচ্ছিলো। আর সে কারণে মাসখানেক আগে তিনি প্রতিপক্ষের লাগানো কয়েকটি সজনে গাছের ডাল কেটে দেন। ওই ঘটনায় প্রতিপক্ষের রেজাউল ইসলাম ও তাদের লোকজন  কাজেম উদ্দীনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়। পরবর্তীতে বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদেরকে জানিয়ে রাখেন।

গত ১১ মে কাজেম উদ্দীন বেগুন ক্ষেতে কাজ শেষে বাড়ি আসেন এবং পরের দিন ১২ মে সকালে গিয়ে দেখতে পান, তার রোপন করা বেগুন গাছগুলো তুলে ফেলা হয়েছে। এতে তার প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা যানান।

এ ঘটনায় রেজাউল ইসলাম, রেজু এবং আবেদা বেগমের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে তারা বলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এ ঘটনার সাথে তারা জড়িত নয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি ) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কৃষক কাজেম উদ্দীন দেওয়ান প্রতিকার চেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০