নিউজ ডেস্ক: বরিশালস্থ মেহেন্দীগঞ্জ দক্ষিণাঞ্চল কল্যাণ সমিতির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ শনিবার বিএম কলেজ সংলগ্ন বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগার মিলনায়তনে এ াণুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মহিউদ্দিন খাঁন। পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মাস্টার মতিউর রহমান।
সমিতির কার্যক্রম ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন সাবেক সংসদ সদস্য ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদ, সরকারী বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ ও গ্লোবাল ভিলেজ ইউনিভার্সিটির রেজিস্টার ইঞ্জিনিয়ার হাসান মো. কামরুজ্জামান, প্রকৌশলী আক্তার হোসেন, সরকারী বরিশাল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর লতিফা আক্তার ঝর্ণা, বরিশাল সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সারওয়ার হোসেন, সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান, অধ্যাপক মোশাররফ হোসেন, মাও. সফিউল্লাহ তালুকদার, মো. নুরুল হক সোহরাব প্রমুখ।
শেষে সমিতির মরহুম সদস্য মামুন খান, কবির তালুকদার, রুহুল আমিন জোমাদ্দারসহ মেহেন্দীগঞ্জ দক্ষিণাঞ্চলের যারা কবরবাসী হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কাশীপুর বাজার মসজিদের ইমাম মাও. শফিকুল ইসলাম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available