স্টাফ রিপোর্টার, সিলেট: চোরাকারবারিদের ধরতে গিয়ে সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা হামলার শিকার হয়েছেন। হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে ১৫ মার্চ শনিবার রাত ১০টার দিকে বিজিবির একটি টহল দল সীমান্তে ভারতীয় গরু প্রবেশ ঠেকানোর চেষ্টা করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ঘিলাতৈল, ফুলবাড়ী, তলাল, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, গোযাবাড়ী ও বাইরাখেল দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করানোর চেষ্টা করছিল চোরাকারবারিরা। বিজিবি সদস্যরা তাদের ওপর নজর রেখে সীমান্তে অবস্থান নিয়েছিলেন। বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালায়। তাতে বিজিবি সদস্য মো. হারুনুর রশিদ (৩৫) ও মো. জমশেদ হোসেন (২৯) গুরুতর আহত হন।
চোরাকারবারিরা বিজিবির সঙ্গে হাতাহাতি ও ইট-পাথর নিক্ষেপ করে একটি বাদে বাকি গরুগুলো নিয়ে পালিয়ে যায়। আহত বিজিবি সদস্যদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহত বিজিবি সদস্যরা সুস্থ আছেন। হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, হামলার বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available