• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩১ ভোর ০৫:৫৪:০৬ (18-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩১ ভোর ০৫:৫৪:০৬ (18-Mar-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

গলাচিপার ইউএনও’র ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

১৭ মার্চ ২০২৫ সকাল ০৯:৫৭:৪৬

গলাচিপার ইউএনও’র ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের অফিশিয়াল ফেসবুক পেজ ‘Uno Galachipa’ থেকে দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই পোস্টে ইউএনও নিজেকে ছাত্রলীগের সাবেক কর্মী বলে দাবি করেছেন এবং দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও তুলেছেন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, এই ফেসবুক পেজটি ইউএনও নিজেই পরিচালনা করেন। ১৬ মার্চ রোববার রাত ৯:২০ মিনিটে পোস্টটি প্রথম দেখা যায়, যা এখনও দৃশ্যমান।

ইউএনও'র ফেসবুক পেইজের পোস্টে লেখা হয়—‘আমার  বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ, একসময় করতাম। সো, কি হয়েছে? নুরু ভাইও এক সময় ছাত্রলীগ করতো। তিনি জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম?’

তিনি আরও লেখেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই, কারণ এই দেশমাতৃকার জন্ম তার হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। Who is free from it? যে দুর্নীতি করে না বুঝতে হবে সে সুযোগ পায় না।’

সবশেষে তিনি মন্তব্য করেন, ‘সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে। Every dog has its barking day.’

এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। মুহূর্তেই পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়। ফেইসবুকে পোস্ট শেয়ার করে অনেকে লেখেন সরকারি একজন উচ্চপদস্থ কর্মকর্তার এ ধরনের মন্তব্য কতটা যৌক্তিক? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

ঘটনার পর রোববার রাত সাড়ে ১০টায় গলাচিপা অফিসার্স ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকেন ইউএনও মিজানুর রহমান। তিনি দাবি করেন, তার আইডি হ্যাক করা হয়েছে এবং বিষয়টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, অফিশিয়ালি ফেইসবুক আইডি 'Uno Galachipa' কে বা কারা হ্যাক করে বিভ্রান্তিমূলক কথা ছড়াচ্ছে। এ বিষয়ে আমি কিছু জানি না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিয়ে করলেন সমন্বয়ক রাফি
১৭ মার্চ ২০২৫ রাত ০৮:৪১:৪৮



ঘোড়াঘাটে ভিজিএফ’র ২৫ বস্তা চাল জব্দ
১৭ মার্চ ২০২৫ রাত ০৮:০৪:২৬