• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩১ ভোর ০৫:৫২:১১ (18-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩১ ভোর ০৫:৫২:১১ (18-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা না পাওয়ায় সংবাদ সম্মেলন

১৭ মার্চ ২০২৫ দুপুর ১২:১১:১৫

স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা না পাওয়ায় সংবাদ সম্মেলন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন মোসা. নিলুফা ইয়াসমিন (৩৫) নামের এক নারী।

১৬ মার্চ রোববার সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবে এ সম্মেলন করেন তিনি।

নিলুফা ইয়াসমিন পাথরঘাটা পৌরসভার ৬ নং ওয়ার্ড বড়ইতলার বাসিন্দা। তার বাবার নাম মতিউর রহমান।

লিখিত অভিযোগে নিলুফা ইয়াসমিন বলেন, ১৪ মার্চ শুক্রবার দিবাগত রাতে সেহরীর শেষে হঠাৎ আমার মা মোসা. রোকেয়া বেগম ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ আমি তাকে পাথরঘাটা হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে যাওয়ার পর প্রাথমিক পর্যায়ে ওখানে কাউকে পাওয়া যায়নি। প্রায় ২ ঘণ্টা পরে একজন পরিচ্ছন্ন কর্মীর দেখা পাই। তার অনেক সময় পর ডাক্তার আসেন। অতঃপর ওষুধ লিখে দেন। ডাক্তারের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী কর্তব্যরত নার্স একটি স্যালাইন দেন। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে স্যালাইন  ব্যবহার  করার জন্য কোন কেনুলা বা টেপ ছিল না।

তখন আমি হাসপাতাল থেকে বের হয়ে বাজারের বিভিন্ন অলিতে গলিতে খোঁজে কোন ফার্মেসী খোলা না পেয়ে হতাশ হয়ে পড়ি। অবশেষে চিকিৎসা না পেয়ে আমার মাকে নিয়ে বাড়ি ফিরে আসি। স্থানীয় ফার্মাসিস্ট দ্বারা নিরুপায় হয়ে বাসায় চিকিৎসা নিতে হয়েছে। বর্তমানে আমার মায়ের অবস্থা আশঙ্কাজনক। আমি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন অব্যবস্থাপনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া, কী কারণে আমি আমার কাঙ্ক্ষিত সেবা পেলাম না কর্তৃপক্ষের কাছে তার জবাব চাই।

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুব হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, এমন ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল কম হওয়ার ব্যাপারটিও দায়ী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিয়ে করলেন সমন্বয়ক রাফি
১৭ মার্চ ২০২৫ রাত ০৮:৪১:৪৮



ঘোড়াঘাটে ভিজিএফ’র ২৫ বস্তা চাল জব্দ
১৭ মার্চ ২০২৫ রাত ০৮:০৪:২৬