• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩১ ভোর ০৫:৪৯:৫১ (18-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩১ ভোর ০৫:৪৯:৫১ (18-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারায়ণগঞ্জে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

১৭ মার্চ ২০২৫ বিকাল ০৫:৫৪:২২

নারায়ণগঞ্জে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

স্টার রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

১৭ মার্চ সোমবার পৌনে ১২টায় বন্দর উপজেলার লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদের রাজঘাট এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন বন্দর উপজেলা কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মো. সালেহ আহম্মেদ পাঠান।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। উদ্ধারকালে তার পরনে শুধু একটি গেঞ্জি ছিল, তবে নিচের অংশে কোনো পোশাক পাওয়া যায়নি। মরদেহটি ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় ছিল এবং পচন ধরতে শুরু করেছিল। পুলিশের ধারণা, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে, তবে সঠিক সময় নির্ধারণ করা সম্ভব হয়নি।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মো. সালেহ আহম্মেদ পাঠান জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। তবে মৃত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের একটি দল বিষয়টি তদন্ত করছে এবং আশপাশের থানাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

কলাগাছিয়া নৌ পুলিশের ইনচার্জ মো. সালেহ আহমেদ পাঠান বলেন, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং মরদেহের পরিচয় শনাক্তের জন্য সংশ্লিষ্ট সব থানায় বার্তা পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে মৃত্যু, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিয়ে করলেন সমন্বয়ক রাফি
১৭ মার্চ ২০২৫ রাত ০৮:৪১:৪৮



ঘোড়াঘাটে ভিজিএফ’র ২৫ বস্তা চাল জব্দ
১৭ মার্চ ২০২৫ রাত ০৮:০৪:২৬