মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হাসপাতালের রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
১৭ মার্চ সোমবার মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের সৌজন্যে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত চিকিৎসাধীন রোগী ও রোগীর স্বজনদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কালে পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, 'খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জননেতা ওয়াদুদ ভূইয়া'র নির্দেশনায় যে যার জায়গা থেকে ছিন্নমূল মানুষ এবং হাসপাতালে থাকা রোগীরা যেন সঠিকভাবে ইফতার করতে পারেন সেই ব্যবস্থা করা। আমরা আমাদের নেতার নির্দেশনা ক্রমে সাধারন মানুষের মাঝে ইফতার পৌঁছে দিয়েছি। আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available