• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৪৮:০৩ (18-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৪৮:০৩ (18-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৮ মার্চ ২০২৫ সকাল ০৯:৩৫:৫৯

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ইমরোজকে (২৮) গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

১৭ মার্চ দিবাগত রাতে শহরের আলম ডক ইয়ার্ডস্থ নিজ বাসায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।  

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ইমরোজ রাঙামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার পিতা মো. জমির উদ্দিন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পদে থাকলেও আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের বিদ্রোহী হিসেবেই বেশি পরিচিত ছিলেন।

স্থানীয়রা জানায়, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি রনি রাঙামাটির ছবি দিয়ে শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ফেসবুকে স্ট্যাটাস আপলোড দেওয়ার পরপরই মূলত সকলের নজরে আসে বিষয়টি। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ইমরোজকে তার সহপাঠীদের নিয়ে বঙ্গবন্ধুর ছবি সংবলিত প্যাকেটে ইফতার সামগ্রী বিতরণ করতে দেখা গেছে ওই পোস্টে।  

ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, গ্রেফতার ছাত্রলীগ নেতা অপারেশন ডেভিল হান্টের আসামী। আমরা তাকে দীর্ঘদিন ধরে খোঁজছিলাম, অবশেষে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েই আমরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মিরপুরে বৃদ্ধ মুয়াজ্জিনকে পিটালেন যুবক
১৮ মার্চ ২০২৫ বিকাল ০৫:১২:৪৪