দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে জামায়াতে ইসলামী বাংলাদেশ ফিলিপনগর ইউনিয়নের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে ১শ ৬০ মণ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৭ মার্চ সোমবার বিকেল ৫টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার পি এস এস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ফিলিপনগর ইউপি জামায়াতের আমির মওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থীত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা সভাপতি মুহাম্মদ খাজা আহমেদ।
প্রধান অতিথি ফয়সাল আহমেদ বলেন, তুরস্ক ভিত্তিক একটি এনজিও “আই এইচ এইচ” থেকে খাজা আহমেদের সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবার পবিত্র মাহে রমজানের পুরো এক মাসের একটি প্যাকেজ চাল, ডাল, তেল, আলু ইত্যাদি পেয়ে খুবই উপকৃত হবে। আগামীতেও এমন কর্যক্রম বেশি বেশি হোক, এই প্রত্যাশা করি।
বিশেষ অতিথি খাজা আহমেদ বলেন, প্রতি রমজানেই আমাদের বেশ কিছু ভিন্নধর্মী প্রজেক্ট থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার আমার নিজ এলাকার মানুষদের মাঝে ভালোবাসার উপহার দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। সামনে আমাদের আরও কিছু প্রজেক্ট আছে। সবাই দোয়া করবেন, এটার মতো সেগুলো যেন সফলভাবে সম্পন্ন করতে পারি।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর ১ কেজি, চিড়া ২ কেজি, চিনি ২ কেজি, মুড়ি ২ কেজি, ছোলা ২ কেজি , লবণ ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, আলু ৪ কেজি ও চাল ৫ কেজি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available