টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে দুইটি ইটেরভাটায় মোট ১১ লক্ষ টাকা জরিমানা এবং ১টি ইটের ভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
১৮ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে স্থাপিত ৩টি ইটের ভাটায় র্যাব, সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে এ অভিযানে অংশ গ্রহন করেন।
এসময় অবৈধভাবে গড়ে তোলা কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী এলাকার তিতাস ব্রিকসের মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ লক্ষ টাকা এবং সিটি ব্রিকসের মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে ভাটার মালিকগণ কোনো বৈধ কাগজপত্র না দেখানোর অভিযোগে সিটি ব্রিকস ও তিতাস ব্রিকসের মালিককে ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট ১১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই ইউনিয়নের দড়িহাতিল এলাকার মধুপুর ব্রিকস নামক ইটের ভাটার চিমনি বেকু দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুজাহিদুল ইসলাম জানান, টাঙ্গাইল জেলায় মোট ২৭৪টি ইটভাটার মধ্যে ১১৮টি বৈধ, আর ১৩৭টি ভাটা আদালতের রিট নিয়ে পরিচালিত হচ্ছে বাকী ১৯টি ভাটার কোনো কাগজপত্র নেই। তারা অবৈধভাবে ভাটাগুলো পরিচালনা করে আসছে। এ মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available