• ঢাকা
  • |
  • বুধবার ৫ই চৈত্র ১৪৩১ বিকাল ০৪:০৪:১৩ (19-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৫ই চৈত্র ১৪৩১ বিকাল ০৪:০৪:১৩ (19-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালীগঞ্জে ব্যবসায়ীদের উপর হামলা, দোকান ভাংচুর ও লুটপাট

১৯ মার্চ ২০২৫ সকাল ০৮:২৯:০৬

কালীগঞ্জে ব্যবসায়ীদের উপর হামলা, দোকান ভাংচুর ও লুটপাট

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে পূর্ব বিরোধের জেরে বেশ কয়েকজন ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১৫ জন। এসময় ১৭টি দোকান ভাংচুর ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।

১৭ মার্চ সোমবার রাত ৯টার দিকে উপজেলার হাজরানীয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী ও পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে সোমবার রাতে ভোটমারী গ্রামের কয়েকজনের সাথে হাজরানীয়া বাজারের ব্যবসায়ী মশিউর রহমান মিন্টুর বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরে দুর্বৃত্তরা লাঠিসোটা নিয়ে বাজারে থাকা মোজাম খাঁ নামের এক ব্যক্তিকে মারধর করতে থাকে। প্রতিবাদ করলে ব্যবসায়ী মিন্টুসহ অন্তত ১৫ জন হামলার শিকার হয়ে আহত হন। পরে বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করে চলে যায় হামলাকারীরা। খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। আহতদের মধ্যে  তিনজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, হামলাকারীরা হঠাৎ আমাদের দোকানে আক্রমণ চালিয়ে ভাংচুর করেছে। এ সময় টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে। এ অবস্থায় পরিবার নিয়ে কীভাবে ঈদ পালন করব বুঝতে পারছি না।

ভুক্তভোগী ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার দোকান খামার ভেঙে চুরমার করে দিয়েছে এবং দোকানে থাকা ২০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আমি অসহায় হয়ে পড়েছি।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, এ ঘটনায় ব্যবসায়ী রেয়াজুল ইসলাম ১৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নারায়ণগঞ্জে আরসা প্রধান আতাউল্লাহ আটক
১৯ মার্চ ২০২৫ বিকাল ০৩:২৪:০৭



ফতুল্লায় মাদ্রাসা ছাত্র খুন, যুবক আটক
১৯ মার্চ ২০২৫ দুপুর ০২:৫৫:২৯