দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে দুই দিনে এক মাদক পাঁচারকারীসহ ১৭ লক্ষ টাকার গাঁজা, ফেন্সিডিল, হেরোইন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে ৪৭ ব্যাটালিয়ন বিজিবি।
১৮ মার্চ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ১৭ মার্চ রাত ৮টার দিকে উপজেলার ঠোটারপাড়া আশ্রায়ন বিওপি এলাকায় টহলকালে ৪৭০ গ্রাম গাঁজাসহ জালেমা বেগম (৪৫) নামে এক নারীকে আটক করে বিজিবি। এসময় মো. সুবেল (৩০) নামে আরও এক মাদক পাঁচারকারী পালিয়ে যায়।
জালেমা বেগম উপজেলার রিফায়েতপুর গ্রামের হারিস মন্ডলের মেয়ে ও পলাতক সুবেল মোহাম্মদপুর গ্রামের খেজমত আলীর ছেলে।
অপরদিকে, মঙ্গলবার ১৮ মার্চ প্রাগপুর বিওপি এলাকায় জামালপুর মাঠে ২১০ বোতল ফেন্সিডিল ও ৬৭৫ গ্রাম হেরোইন জব্দ করে বিজিবি। এছাড়া মথুরাপুর বিওপি এলাকায় ২ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেল এবং কাথুলী বিওপি সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪ কেজি গাঁজা জব্দ করে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি।
জব্দ এ সকল ভারতীয় মাদক ও অন্যান্য মালামালের মূল্য ১৭ লক্ষ ১৬ হাজার ৬শ ৪৫ টাকা। পরে আটক আসামিকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্র জানান।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে আছে বিজিবি। এ সকল মাদক জব্দে বিজিবি’র দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারিসহ মাদক জব্দে বিজিবির কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available