• ঢাকা
  • |
  • বুধবার ৫ই চৈত্র ১৪৩১ বিকাল ০৪:০৪:১৫ (19-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৫ই চৈত্র ১৪৩১ বিকাল ০৪:০৪:১৫ (19-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবাবগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ

১৯ মার্চ ২০২৫ সকাল ১০:৩৬:১০

নবাবগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: একা বাসায় পেয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে এক সিএনজি চালক। স্থানীয় জনতা ওই ধর্ষককে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে।

১৮ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষকের নাম নাজিম খান (৪৫)। সে শিশুটির প্রতিবেশী ও পেশায় একজন সিএনজি চালক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল ওই শিশুকে একা বাসায় পেয়ে প্রতিবেশী সিএনজি চালক নাজিম খান মেয়েটিকে গোসলখানায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর সে পালিয়ে গেলে শিশুটি কান্না করে। পরে তাঁর স্বজনরা বিষয়টি জানতে পারলে মেয়েটিকে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা গুরুতর থাকায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজে প্রেরণ করে। রাত ৮টায় স্থানীয় জনতা ধর্ষককে আটক করে মারপিট দিয়ে নবাবগঞ্জ থানা পুলিশে সোর্পদ করে।

শিশুর খালা ফাহিমা আক্তার বলেন, তাঁর ভাগনির অবস্থা ভালো না। সে বার বার বমি করছে। তিনি ওই শিশুর ধর্ষণকারী নাজিমের উপযুক্ত বিচার চান।

নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, জনতা আটক করে সিএনজি চালক নাজিমকে পুলিশে দিয়েছে। বাদীর লিখিত অভিযোগ পেলেই মামলা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নারায়ণগঞ্জে আরসা প্রধান আতাউল্লাহ আটক
১৯ মার্চ ২০২৫ বিকাল ০৩:২৪:০৭



ফতুল্লায় মাদ্রাসা ছাত্র খুন, যুবক আটক
১৯ মার্চ ২০২৫ দুপুর ০২:৫৫:২৯