সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকের মুসা স্যারের বদলির আদেশ বাতিলে দাবিতে মানববন্ধন করেছে সাবেক, বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকরা।
১৮ মার্চ মঙ্গলবার সেনবাগ উপজেলা পরিষদের সামনে ও থানা মোড়ে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থী এবং অভিভাবকরা সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মুসা স্যারের ষড়যন্ত্রমূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবু সাঈদ, ছাত্র সমন্বয়ক সদস্য, মেহেরাব হোসেন, সাবেক ছাত্র মো. সুফল, মো. সোহরাব , মোজাম্মেল হোসেন ও আলা উদ্দিন আলো প্রমুখ।
বক্তারা বলেন, মুসা স্যার বিগত ২৬ বছর ধরে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসছেন। তিনি উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সকলের শ্রদ্ধেয় শিক্ষক এবং ছাত্রছাত্রীদের বিপদে সহায়তার হাত বাড়িয়ে দিতেন।
তারা আরও বলেন, মুসা স্যার খুব সুনামের সাথে চাকরি করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে গত ২ মার্চ তাকে বান্দরবানে বদলি করা হয়। সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া, যদি বদলির প্রয়োজন হতো তাহলে তাকে নোয়াখালীর মধ্যে কোথাও বদলি করা যেত। কিন্তু তাকে কাছাকাছি বদলি না করে চাকরির শেষ জীবনে এসে বান্দরবানে বদলি করা হয়েছে। তাই তার বদলি আদেশ বাতিল করে পুনরায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পদায়ন করার দাবি জানান। একই সময় তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহাতে জান্নাত ফেরদৌস আরা কাজলের পদত্যাগ দাবি করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available