হিলি প্রতিনিধি: সরবরাহ কমে যাওয়ার অজুহাতে দিনাজপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা ও কাঁচা মরিচ কেজিতে ২০ টাকা বেড়েছে। ৩ দিনের ব্যবধানে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম আরেকদফায় বাড়লো। ক্রেতারা বলছেন, লাফিয়ে লাফিয়ে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বাড়ছে।
১৪ মে রোববার পাইকারি বাজারে ১০০ টাকা কেজি দরে বিক্রি হলেও ১৭ মে বুধবার সেই মরিচ কেজিতে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। রোববার দেশি পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে কেজিতে ৭০ টাকা দরে।
ব্যবসায়ীরা বলছেন, ৩ দিন আগেও বাজারে সরবরাহ ভালো থাকায় কাঁচা মরিচ পাইকারি বাজারে বিক্রি হয়েছিল ১০০ টাকা কেজি দরে। কিন্তু সরবরাহ কমে যাওয়ায় এখন কেজিতে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সাজু নামে একজন ক্রেতা বলেন, রোববার মরিচ ১০০ টাকা কেজি দরে কিনেছি। আজ ১২০ টাকায় ১ কেজি কিনলাম।
কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, কাঁচামালের দাম সকালে বাড়ে, বিকেলে কমে। আমরা বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করি। আবার কম দামে কিনলে কম দামেই বিক্রি করি। সরবরাহ বেশি থাকলে দাম কিছুটা কম হয়। তিনি আরও বলেন, পঞ্চগড়, ডোমার, নীলফামারীসহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের আবাদ বাড়লেও তীব্র দাবদাহের কারণে সরবরাহ কমে যাচ্ছে। সরবরাহ বৃদ্ধি হলে কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে।
পাইকারি পেঁয়াজ বিক্রেতা আবু তাহের হোসেন বলেন, পাবনাতে দেশী পেঁয়াজ ২৭০০ থেকে ২৮০০ টাকা মন বিক্রয় হচ্ছে। মোকামেই পেঁয়াজের দাম বেশি। ১৭ মে বুধবার বিক্রি করছি ৭০ টাকা কেজি দরে। যা গত ৩ দিন আগে ছিলো ৬৫ টাকা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available