মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ প্রসীদ গ্রুপের এক সদস্য নিহত ও তার বোন আহত হয়েছেন।
১৯ মার্চ বুধবার ভোর ৬টার দিকে উপজেলার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুবি ত্রিপুরা (৩৫) ও আহত হলেন নিহতের বোন তারাবতী ত্রিপুরা (২০)।
ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা জানান, জেএসএস সন্তু গ্রুপের ১৫ জনের একদল সন্ত্রাসী তাইন্দংয়ের হেডম্যান পাড়ায় হানা দিয়ে সেখানে সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা নিহত হন। এছাড়া সন্ত্রাসীদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাবতী ত্রিপুরা কপালে জখম হয়ে আহত হয়েছেন।
এ বিষয়ে মাটিরাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, ঘটনার বিষয়টি শুনেছি ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় এখনও নাম ঠিকানা জানা যায়নি। তবে পুলিশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available