নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় জিহাদ (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। এঘটনায় আরমান নামে এক যুবককে ছুরিসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
১৮ মার্চ মঙ্গলবার রাত ৮টায় ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকার দরগাহ বাড়ি মসজিদের সামনে এঘটনা ঘটে। নিহত জিহাদ পটুয়াখালী সদরের আউলিয়াপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন ও মাহিনুর বেগমের ছেলে।
আটক আরমান (১৮) ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকার আক্তার শেখ ও আলো বেগমের ছেলে।
নিহতের ভাবি সোনিয়া বেগম জানান, জিহাদসহ স্বপরিবারে তারা পশ্চিম লামাপাড়া এলাকার বাল্লক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। জাহিদ স্থানীয় একটি মাদ্রাসায় পড়েন। তুচ্ছ ঘটনায় একই এলাকার বখাটে আরমান প্রকাশ্যে জিহাদের পেটে ছুরিকাঘাত করে। তখন স্থানীয় লোকজন আরমানকে ছুরিসহ আটক করে পুলিশে দেয়। জিহাদকে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাৎক্ষনিক ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় জিহাদ মারা যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ছুরিসহ আরমানকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। কারণ জানার চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available