• ঢাকা
  • |
  • বুধবার ৫ই চৈত্র ১৪৩১ রাত ১০:০৩:২২ (19-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৫ই চৈত্র ১৪৩১ রাত ১০:০৩:২২ (19-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

জগন্নাপুরে আগ্নেয়াস্ত্রসহ শিক্ষার্থী আটক

১৯ মার্চ ২০২৫ বিকাল ০৪:৫৮:৫০

জগন্নাপুরে আগ্নেয়াস্ত্রসহ শিক্ষার্থী আটক

জগন্নাপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জে জগন্নাথপুরে পৌরসভার ইসহাকপুর গ্রামে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার। এসময় বাবার পরিবর্তে সাজ্জাদুর রহমান সামির (২২) নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

১৮ মার্চ মঙ্গলবার দুপুরে গ্রেফতার শিক্ষার্থীকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ মার্চ সোমবার ভোর-রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাপুর পৌর-সভার ইসহাকপুর গ্রামের শাহিনুর রহমানের বাড়িতে যৌথবাহিনীর সদস্যরা এক বিশেষ অভিযান চালান। অভিযানকালে ২টি পাইপগান, ১টি এয়ারগান, ৩টি চাপাতি ও দা, ৭টি টেঁটা এবং ১০টি ছুরি উদ্ধার করা হয়।

এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক শাহিনুর রহমান পালিয়ে গেলেও এ-ঘটনায় তার ছেলে সিলেট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদুর রহমান সামিরকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে তাকে জগন্নাপুর থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যপারে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, জগন্নাপুর থানায় তিনজনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ