জগন্নাপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জে জগন্নাথপুরে পৌরসভার ইসহাকপুর গ্রামে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার। এসময় বাবার পরিবর্তে সাজ্জাদুর রহমান সামির (২২) নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
১৮ মার্চ মঙ্গলবার দুপুরে গ্রেফতার শিক্ষার্থীকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ মার্চ সোমবার ভোর-রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাপুর পৌর-সভার ইসহাকপুর গ্রামের শাহিনুর রহমানের বাড়িতে যৌথবাহিনীর সদস্যরা এক বিশেষ অভিযান চালান। অভিযানকালে ২টি পাইপগান, ১টি এয়ারগান, ৩টি চাপাতি ও দা, ৭টি টেঁটা এবং ১০টি ছুরি উদ্ধার করা হয়।
এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক শাহিনুর রহমান পালিয়ে গেলেও এ-ঘটনায় তার ছেলে সিলেট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদুর রহমান সামিরকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে তাকে জগন্নাপুর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যপারে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, জগন্নাপুর থানায় তিনজনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available