ইটনা (কিশোরগঞ্জ): অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ধান সংগ্রহ শুরু হয়েছে।
১৭ মে বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে সদর খাদ্যগুদামে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো. গোলাম মাসুম প্রধান, ইটনা উপজেলা এল.এস.ডি কর্মকর্তা মো. আল আমীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ উজ্জ্বল সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান সেলিম সহ আরও অনেকে।
অনুষ্ঠানে এলএসডি মো. আল আমীন সাংবাদিকদের জানান, চলতি বোরো মৌসুমে ইটনা উপজেলায় ৩০ টাকা কেজি দরে ২ হাজার ৩৪১ মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একজন প্রান্তিক কৃষকের কাছ থেকে ২ মেট্রিক টন ধান সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়। কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ধান সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে বলে জানান খাদ্য কর্মকর্তা। কোনো ধরনের হয়রানি ছাড়াই কৃষকরা যেন সহজে গুদামে ধান বিক্রি করতে পারে সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available