• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই চৈত্র ১৪৩১ ভোর ০৫:৪২:৩৮ (28-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই চৈত্র ১৪৩১ ভোর ০৫:৪২:৩৮ (28-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় আলোচিত এডভোকেট কালাম হত্যা মামলার আসামি শ্যুটার রাজিব গ্রেফতার

২১ মার্চ ২০২৫ সকাল ১১:৫৩:৪৭

কুমিল্লায় আলোচিত এডভোকেট কালাম হত্যা মামলার আসামি শ্যুটার রাজিব গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকায় এডভোকেট আবুল কালাম আজাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এম ডি রাজীব ওরফে শ্যুটার রাজিবকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

২০ মার্চ বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে তাকে মোগলটুলীর একটি এপার্টমেন্টের খাটের নিচ থেকে গ্রেফতার করা হয়।

যৌথবাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজিবকে তার লুকিয়ে থাকার স্থান থেকে আটক করে। গ্রেফতার এড়াতে রাজিব খাটের নিচে লুকিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত তার এই প্রচেষ্টা ব্যর্থ হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর কুমিল্লা নগরীতে আনন্দ মিছিল ও সহিংসতা শুরু হয়। আদালতে সহিংসতার খবর শুনে বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি কাইমূল হক রিংকু, তার দুই ছেলে এবং এডভোকেট আবুল কালাম আজাদসহ কয়েকজন আইনজীবী আদালতে যাওয়ার পথে হামলার শিকার হন।

নগরীর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ রায়হানের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে। এসময় এডভোকেট আবুল কালাম কোমরে গুলিবিদ্ধ হন এবং রিংকু ও তার দুই ছেলেসহ আরও ৬-৭ জন আইনজীবী আহত হন। স্থানীয়রা আহতদের কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। পরে আবুল কালামের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি মারা যান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, রাজিবকে গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মেয়াদ বাড়ল ৫ সংস্কার কমিশনের
২৭ মার্চ ২০২৫ রাত ০৮:২৭:১৯