• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:২২:৫৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:২২:৫৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত

২২ মার্চ ২০২৫ সকাল ০৯:৩৫:১৭

রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার আয়োজনে হযরত মওলা আলী (রা.) ফাতেহা ও রাজনীতিবিদ, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

২১ মার্চ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি রেস্টুরেন্টে ইসলামী ফ্রন্টের সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছানের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ শাওনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট এম ইকবাল হাছান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ, রাঙ্গুনিয়া এলডিপির সভাপতি ফজলুল কাদের তালুকদার, পীরে ত্বরিক্বত সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী, অধ্যক্ষ নাসির উদ্দীন তৈয়বী, অধ্যক্ষ আজিজুল হক আল কাদেরী, অধ্যক্ষ জরিপ আলী আরমান, অধ্যক্ষ কে এম মুসা, অধ্যাপক আহমদ শাহ আলমগীর, অ্যাডভোকেট মাইনুল হাসান, এইচ এম শহীদুল্লাহ্,অধ্যাপক ইসতিয়াক রেজা, আজিম উদ্দীন আহমেদ,আলহাজ্ব মুফিজুল হক সওদাগর, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ করিম উদ্দীন নূরী, মাহামুদুর রশিদ মাসুদ, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসেন, মাস্টার মুহাম্মদ আবদুল কাদের, মুফতি সাইফুল ইসলাম আল কাদেরী, মুহাম্মদ আলী আকবর ফারুকী, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ রবিউল মোস্তফা রাফি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে আদর্শ ও নিষ্ঠাবান প্রতিনিধিত্ব তৈরি করার জন্য সুন্নীয়তের প্রার্থীকে বিজয়ী করতে রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। বক্তারা সৌহার্দ্যপূর্ণ, শান্তি ও সম্প্রীতির রাজনীতি চর্চার আহ্বান জানান।   

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১