• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০২:৫৩:২৮ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০২:৫৩:২৮ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ফিরতে দেয়া উচিত হবে না: হুম্মাম কাদের চৌধুরী

২২ মার্চ ২০২৫ সকাল ১০:০৯:৪২

বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ফিরতে দেয়া উচিত হবে না: হুম্মাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ‘সামনের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে অনেকে মতামত দিচ্ছেন। আমার কথা হচ্ছে, ১৬ বছর ধরে আমরা যতগুলো ভাই হারিয়েছি, সন্তান হারিয়েছি, আমাদের অনেক ভাই গুম হয়েছে, খুন হয়েছে, আমি আমার বাবা হারিয়েছি, এসবের বিচার যতদিন না হয়, ততদিন পর্যন্ত আমার মনে হয় আওয়ামী লীগকে মাঠে ফিরতে দেয়া উচিত হবে না।’

২১ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দক্ষিণ রাঙ্গুনিয়া এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের অনেক আত্মীয়-স্বজন আওয়ামী লীগ করেন। যারা আওয়ামী লীগের সাথে আছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অনেকেই সমর্থন করেন, তাদের মাফ করা যায়৷কিন্তু তার আগে তাদের ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের মানুষরা যারা রাঙ্গুনিয়ায় আছে তারা ঘোমটা দিয়ে লুকিয়ে আছে। শোনা যাচ্ছে এখনো রাতের আঁধারে এসে হামলা করছে বিএনপির নেতাকর্মীদের ওপর। তার একটাই কারণ, আমাদের মন বড়, মোমবাতির আলো দিয়ে তাদের খুঁজছি না, তাদের বিরুদ্ধে আমরা মামলা করছি না। তবে তাদের সতর্ক করছি, তারা যদি ভালো না হয়ে যায়, মামলা আরও আসবে, হামলা এবার তারা করবে না, হামলা কোথা থেকে হবে সেটা আপনারা বুঝে নেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে চাই, রাজনীতি করতে চাই।’

দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি নেতা লায়ন শওকত আলী নূর। হেলাল উদ্দিন আহমেদ ও আবুল হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোহাম্মদ মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হেলাল উদ্দিন শাহ, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক এখতিয়ার হোসেন, সাবেক পৌর মেয়র নুরুল আমিন তালুকদার, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি  মো. আনছুর উদ্দিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, ইউসুফ সিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬